Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহ-৪ আসন

রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরে ছিল তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাশেদ এই এলাকার ভোটার না। এমন সিদ্ধান্ত  অনাকাঙ্ক্ষিত। এতে দল ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদা জামান পপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম