Logo
Logo
×

সারাদেশ

গুনিজনদের সম্মাননা দিল বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

গুনিজনদের সম্মাননা দিল বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

ছবি: যুগান্তর

শিক্ষার মান উন্নয়ন ও গুনিজনদের সম্মাননা প্রদান উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুনিজনদের সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক এবং মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সভাপতি মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি), ভূরুঙ্গামারী মো. ইনছাফুল হক সরকার।

বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে অসাধারন অবদান রাখায় সভাপতি মো. নুরুল ইসলামকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মরহুম আবু বকর মিয়াকে মরনোত্তর সম্মাননা স্মারক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল করিমকে গুনি শিক্ষক ও সফল পিতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকারকে সম্মাননা স্মারক এবং বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মোখলেছুর রহমানকে সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শাহীনুর বেগম, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো. লুতফর রহমান, কচাকাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি একেএম ফরিদুল হক শাহীন শিকদার, ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু হাসান সোহেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে অসাধারন অবদান রাখার জন্য সভাপতি মো. নুরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শাহীনুর বেগম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম