Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক কর্মী-সমর্থক ঢাকায়

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক কর্মী-সমর্থক ঢাকায়

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে নাটোর থেকে লক্ষাধিক জনতা ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দুলুর নির্বাচনি মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে ইতোমধ্যে তিনশ’ বাসে এবং ব্যক্তিগত গাড়ি এবং বিভিন্ন পরিবরহণ ও ট্রেনে লক্ষাধিক কর্মী-সমর্থক ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত ১০টায় আরও একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মী-সমর্থকরা ঢাকায় যাবেন।

এসব নেতাকর্মী-সমর্থকের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও তিন বেলা খাবারের সকল ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।

দীর্ঘদিন প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মী-সমর্থকরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম