দুই মাসের শিশুকে বিক্রি করে দিলেন বাবা, ফিরে পাওয়ার আকুতি মায়ের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র দুই মাস শিশু মাহিরা হক মাশরা নামে এক কন্যা সন্তানকে টাকার বিনিময়ে তারই বাবা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নাড়িকাটা ধন শিশু সন্তানকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন গর্ভধারিণী মা।
এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভেলোয়ার পাড়া হোসেন ম্যানশন নামক একটি ভাড়া বাসায়। যদিও অভিযুক্ত বাবা মো. মোজাফফর উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আসাদুজ্জামান। তবে এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য থানা পুলিশ ওই গর্ভধারিনী মাকে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনার কোনো সুরাহা না হওয়ায় নিজের সন্তানের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
তথ্য সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের বাদশা আলমের মেয়ে নাছমিন আক্তার জুমুর সঙ্গে গুমামর্দ্দনের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইব্রাহিম চৌধুরী বাড়ির ফজলদ্দৌলার পুত্র ছেলে মো. মোজাফফর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়।
পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে আসে তিনটি কন্যা সন্তান। এর মধ্যে গত ৫ অক্টোবর উপজেলা সরকার হাটের গণি হসপিটালে জন্ম নেয় ৩য় কন্যাশিশু মাহিরা হক মাশরা। হঠাৎ গত ২৫ নভেম্বর ভোর রাতে মোজাফফর তার স্ত্রী জুমুরকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেয়। এরপর তার দুই মাসের এক শিশুকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাটের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন বলে জানান ভুক্তভোগী গর্ভধারিনী মা নাছমিন আক্তার জুমুর।
তিনি আরও অভিযোগ করে বলেন, তার অজান্তে তারই দুই মাসের কন্যাশিশুকে টাকায় বিক্রি করে দেন স্বামী মোজাফফর। আমার বাচ্চাকে দেখবার জন্য রাতে ঘুম হয় না। আমার কলিজা দিন দিন শুকিয়ে গেছে। যার কাছে বাচ্চা বিক্রি করেছে তাদের সঙ্গে আমি ও আমার বাবার বাড়ির লোকজন যোগাযোগ করলে তারা ২-৩ লাখ টাকা দিয়ে আমার শিশু সন্তানকে নিয়ে যেতে বলে।
এ বিষয়ে জানতে চাইলে মো. মোজাফফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্রি করিনি। বাচ্চাটা লালন পালন করতে আমার কষ্টে হবে, তাই একজনকে দত্তক দিয়েছি।
