Logo
Logo
×

সারাদেশ

স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াছিন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াছিন

কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। বুধবার (২৪ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ইয়াছিনের সমর্থকরা।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতারা।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, গত ১৭ বছর আমার নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। তারা সবসময় আমাকে তাদের পাশে পেয়েছে। বুধবার সকালে তারা আমাকে জানালো মনোনয়নের ব্যাপারে। আমি বলেছি যাও নিয়ে আসো।

দলীয় মনোনয়ন চূড়ান্ত নয় উল্লেখ করে হাজী ইয়াছিন বলেন, আগামীকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন। তিনি সবার সঙ্গে বসবেন। শেষ পর্যন্ত দলের মনোনয়নপ্রত্যাশী আমি।

যদি দলের মনোনয়ন না পান তবে কি বিদ্রোহী প্রার্থী হবেন কি না এ প্রশ্নের জবাবে ইয়াছিন বলেন, আমি আমার নেতাকর্মীদের সঙ্গে বসব। তখন সিদ্ধান্ত নেব কী করব।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমিন উর রশিদ ইয়াছিন। দলের মনোনয়ন ঘোষণার পর টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ জানিয়েছেন ইয়াছিনের অনুসারীরা। মঙ্গলবার রাতে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম