Logo
Logo
×

সারাদেশ

তিতাস-হোমনা আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম ভূঁইয়া

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

তিতাস-হোমনা আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম ভূঁইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। দলীয় নীতি, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা-২ আসনে গণতান্ত্রিক আন্দোলন জোরদার, তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিতেই মো. অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে মো. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে আমি সর্বাত্মকভাবে কাজ করব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কুমিল্লা-২ আসনের মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম