ঢাকা–১ আসন: মনোনয়ন কিনলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে তার পক্ষে সমর্থিত নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করলেন অন্তরা হুদার নির্বাচনি প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা আক্কাস আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালিম, নারী নেত্রী মুনিয়া আক্তার, যুব নেতা সাজ্জাত হোসেন সানি, পপি আক্তার, শেখ আশিকুলসহ অন্যান্য নেতারা। এ সময় নির্বাচনি কার্যক্রম ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা।
