তাহিরপুরে শশ্মানঘাটে জুয়ার আসর, গ্রেফতার ২
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুরের শশ্মানঘাটের সামনে চলা জুয়ার আসর থেকে দুই জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তাহিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন ওরফে আলাদনুর, উত্তর বড়দল ইউনিয়নের শিমুরতলা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মোশাহিদ মিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা উত্তর শ্রীপুরের দুধেরআউটা শশ্মানঘাটের সামনে বসা জুয়ার আসরে অভিযান চালায়। ওই অভিযানে নগদ অর্থ, জুয়া খেলার উপকরণ, লাইট, মোবাইল ফোন জব্দ করার সময় জুয়াড়ি আলাউদ্দিন, মোশাহিদকে গ্রেফতার করে পুলিশ। জুয়ার আসরে বসা আরও কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।
বুধবার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়েরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।
