Logo
Logo
×

সারাদেশ

সিলেট হয়ে ঢাকা আসবেন তারেক রহমান, ওসমানীতে কঠোর নিরাপত্তা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম

সিলেট হয়ে ঢাকা আসবেন তারেক রহমান, ওসমানীতে কঠোর নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগমন ঘিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ যুগান্তরকে জানান, বিমানের কোনো টিকিট নেই। সব বুকড। আর বিমানবন্দরে সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে যাতে দলের কোনো নেতাকর্মী বিমানবন্দরে না আসেন সে ব্যাপারে দলের শীর্ষ দায়িত্বশীলদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর সড়ক, টার্মিনাল ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিমানবন্দর পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, আরএপিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে প্রবেশপথে যানবাহন তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং টার্মিনালের ভেতরে নজরদারি।

এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এমতাবস্থায়  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

এদিকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে সিলেট থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী রাজধানীমুখী। তারা বিমান, ট্রেন, বাস ও নিজস্ব প্রাইভেট যানবাহনে করে ঢাকার পথে। পরিবহণ ও থাকা খাওয়ার সমস্যার কথা ভেবে অনেকেই বুধবার ঢাকায় পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, তিনি ঢাকায় পৌঁছেছেন। পাশাপাশি আরও হাজার পাঁচেক নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। বাকিরা রাতে বিশাল বহর নিয়ে রাতে রওনা দিয়েছেন বলে তিনি জানান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে নেতাকর্মীরা রাজধানীমুখী। শান্তিপূর্ণ যাত্রা নিশ্চিত করতে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ও সহযোগিতা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম