Logo
Logo
×

সারাদেশ

৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারী গ্রেফতার

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ এএম

৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারী গ্রেফতার

ভৈরবে দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা।

ভৈরবে ৮৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার নিকট একটি লেগুনা তল্লাশি করে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নারী মাদক কারবারীরা হলো- ফয়জুরি আক্তার পলি (২৯) ও শিউলী বেগম (৩৮)। দুজনের বাড়ী মাদারীপুর জেলার শিবপুর উপজেলা এলাকায়। তবে তারা বসবাস করেন ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। ঢাকাগামী একটি লেগুনা তল্লাশি করে এসব মাদকসহ দুই নারীকে গ্রেফতার করে।  

ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পরিদর্শক চন্দন কুমার সুর জানান, বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে সন্দেহজনক একটি লেগুনা তল্লাশী করে দুই নারীর কাছে এসব ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা উদ্ধারসহ দুইজন নারী মাদককারবারীকে আমরা গ্রেফতার করি। এ ব্যাপারে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম