দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
ঘন কুয়শার কারণে বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক করেছে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়শার কারণে বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক করেছে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কার্যালয় সূত্র থেকে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর রাত ১২টায় পুনরায় চালু করা করা হয়। আবার রাত ২টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়। বর্তমানে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন যুগান্তরকে বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ভোর ৫টা থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।বর্তমানে এ নৌরুটে ১০টি ছোট-বড় ফেরি দিয়ে সড়কে থাকা যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।

