Logo
Logo
×

সারাদেশ

ধানের শীষের পোশাকে ঢাকায় ইউনুস হাওলাদার

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

ধানের শীষের পোশাকে ঢাকায় ইউনুস হাওলাদার

ধানের শীষের পোশাকে ঢাকায় দুমকীর ইউনুস হাওলাদার। ছবি: যুগান্তর

রাজনীতি যখন অনেকের কাছে ক্ষমতার হিসাব, তখন দুমকীর ইউনুস হাওলাদারের কাছে রাজনীতি মানে ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস। সেই বিশ্বাসের প্রতীক হিসেবে ধানের শীষের আদলে তৈরি পোশাক পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এখন ঢাকায় অবস্থান করছেন তিনি। 

খিলখেত ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুই দিন আগেই পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রাম থেকে ঢাকায় রওনা হন ইউনুস হাওলাদার। ধানের শীষের প্রতীক সংবলিত পোশাকটি শুধু একটি ব্যতিক্রমী সাজ নয়, বরং এটি তার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, নির্যাতন সহ্য করা দিনগুলো এবং বিএনপির প্রতি অটল আনুগত্যের নীরব ভাষ্য।

স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ইউনুস হাওলাদার বর্তমানে শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি। আন্দোলন-সংগ্রামে বারবার বাধা, ভয়ভীতি ও নানা চাপ এলেও দলের কর্মসূচিতে সক্রিয় থেকেছেন নির্ভয়ে।

দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ইউনুস হাওলাদার নিজের শ্রমে ও সামর্থ্যে প্রায় ২০ কেজি ধান সংগ্রহ করে ধানের শীষের আদলে তৈরি করেন এই বিশেষ পোশাক। বরিশাল বিভাগ ও পটুয়াখালী জেলার বিভিন্ন বিএনপির কর্মসূচিতে এই পোশাক পরে অংশ নিয়ে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘ধানের শীষের মানুষ’ হিসেবে।

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়াকে তিনি জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘এই পোশাক আমার অহংকার না’, এটা আমার ত্যাগের ইতিহাস। 

দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ইউনুস হাওলাদার শুধু একজন কর্মী নন, তিনি বিএনপির আত্মার প্রতীক। ধানের শীষের পোশাক পরে তারেক রহমানকে বরণ করতে ঢাকায় অবস্থান করায় আমরা দুমকীবাসী গর্বিত। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইউনুস হাওলাদারের এই উদ্যোগ প্রমাণ করে—বিএনপির রাজনীতি এখনও তৃণমূলের ভালোবাসা ও ত্যাগে ভর করে দাঁড়িয়ে আছে। ধানের শীষের এই পোশাক শুধু একটি প্রতীক নয়, এটি একটি সংগ্রামী মানুষের আত্মপরিচয়, যা বহু কর্মীর হৃদয়ে নতুন করে সাহস ও প্রেরণা জোগাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম