Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে কৃষক দল নেতার মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে কৃষক দল নেতার মৃত্যু

মুন্সি খায়রুজ্জামান আলম। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে ঢাকা আসার পথে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় যাওয়ার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

ওই কৃষক দল নেতার নাম মুন্সি খায়রুজ্জামান আলম। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়িবহরের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এক শোকবার্তায় বলেন, মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সংগ্রামী নেতা। তার অকাল মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারাল। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সেই  সৌভাগ্য অর্জন করতে পারলেন না, এটি আমাদের জন্য গভীর বেদনার।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম