Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল

ছবি: যুগান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও পথচারীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী ও স্থানীয় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর জামাল হক, সদস্য সচিব মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, যুবদল নেতা মো. জাহিদ হাসান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে। 

ঘটনাপ্রবাহ: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম