শিশুদের সঙ্গে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝালকাঠির নলছিটি উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির একমাত্র খ্রিস্টানপল্লি উপজেলার রাজবাড়িয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনউদ্দিন, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ওসি আরিফুল আলম উপস্থিত ছিলেন।
এদিকে রাজবাড়িয়া গ্রামের ২২টি পরিবারের প্রায় তিন শতাধিক সদস্যের এই খ্রিস্টান পল্লী এখন উৎসবের আলোয় ঝলমল করছে। স্থানীয়দের ঘরে ঘরে চলছে পিঠাপুলি আর বিশেষ খাবারের আয়োজন। গ্রামের গির্জাটি বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।
ওই চার্চের (গির্জা) সভাপতি পলাশ রবিন গোমেজ বলেন, আমরা প্রতিবছরের ন্যায় এবারেও নানান আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন পালন করেছি। আমরা এখানে ২২টি খ্রিস্টান পরিবার স্থানীয় সব ধর্মের মানুষদের সঙ্গে মিলেমিশে বসবাস করছি। আজকে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা এসেছেন তারাও আমাদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেছেন।
উৎসবের সার্বিক নিরাপত্তার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খ্রিস্টান পল্লিতে বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
