Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ ৩ জনের মৃত্যু

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫) ও তার নাতনি কালীগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩)। 

রেলওয়ে এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অনাদিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম