Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় পথচারী নিহতের ঘটনায় বাসে আগুন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম

কুমিল্লায় পথচারী নিহতের ঘটনায় বাসে আগুন

কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় সিরাজুল ইসলাম নামের পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে বাসে অগ্নিসংযোগ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

নিহত ওই পথচারী কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মো. সিরাজুল হক (৭৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পথচারী সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা যান। সেখানে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহণের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় উত্তেজিত জনতা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নিয়ে কোরপাই এলাকায় আটক করে। বাসের যাত্রী নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে সেনাবাহিনীর একটি টিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম