Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি রতনের শ্যালক ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম

সাবেক এমপি রতনের শ্যালক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৃষাণ তালুকদার পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরারাতে তাকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

তৃষাণ তালুকদার পলাশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর (শাহগন শ্রীপুর )গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগ ওয়ার্ড শাখার সভাপতি।

তৃষাণ পতিত আওয়ামী সরকারের সুনামগঞ্জ-১ আসনের দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের শ্যালক।

বৃহস্পতিবার বিকালে তৃষাণ তালুকদার পলাশকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম