‘অধ্যাদেশ বাতিল না হলে পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে’
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সিলেটের সম্মিলিত ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নেতারা বলেছেন, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে; যা খাতটির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
সিলেট নগরীর নাইওরপুলে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেটের প্রবীণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও আটাব সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সোমা ইন্টারন্যাশনালের মালিক মোতাহের হোসাইন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিপার এয়ার সার্ভিসের মালিক খন্দকার শিপার আহমেদ, লতিফ ট্রাভেলসের জহিরুল কবির চৌধুরী, যাত্রীক ট্রাভেলসের আব্দুল জব্বার জলিল, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী, আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আহ্বায়ক জালাল উদ্দিন টিপু, সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী, হজ এজেন্সিজ এসোসিয়েশন হাবের অর্থ সম্পাদক আব্দুল হামিদ, এসটিএস ট্রাভেলসের মাহবুব হাবিব শৈবাল, আটাব ঢাকা জোনের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহিউদ্দিন সেলিমসহ সংশ্লিষ্ট নেতারা।
বুধবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা অভিযোগ করেন, ধারা ৯ এ পরিবারের বাইরে ব্যবসা হস্তান্তর নিষিদ্ধ, এক ঠিকানায় রিক্রুটিং এজেন্টের কার্যক্রম সীমিত করা এবং বিনা শুনানিতে লাইসেন্স স্থগিতের বিধান খাতটিকে কার্যত অচল করে দেবে, যদিও প্রচলিত আইনে একই ঠিকানায় একাধিক ব্যবসা পরিচালনা বৈধ।
সভায় বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ ধরনের অধ্যাদেশ সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইন সংশোধনই অধিক গ্রহণযোগ্য। পাঁচ হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ট্রাভেল এজেন্সির নেতারা।
