শহীদ হাদির নামে নামকরণ হচ্ছে লঞ্চঘাট
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ-সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নতুন নামকরণ হচ্ছে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটির।
নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি’ লঞ্চঘাট। বিআইডব্লিউটিএ অধীনে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করবেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (অব.) আব্দুল্লাহিল বাকী। তিনি বলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তনের জন্য সংস্কার কাজ শেষ পর্যায়ে।
এদিকে নলছিটির কৃতী সন্তান শহীদ ওসমান হাদির নামে স্থানীয় (সাবেক নলছিটি লঞ্চঘাট) লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে তারা আশা করেন এলাকাবাসী।
