বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র কিনলেন ৩৮ প্রার্থী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের ছয়টি আসনে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেলে এ তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরদার মেহেদি, নাগরিক ঐক্যের স্বপন সরদার এবং জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম, জামায়াতের আব্দুল মন্নান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আ. হক ও এনসিপির সাহেব আলী।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের মুহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ), জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়া টিপু।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির রাজীব আহসান, ইসলামী আন্দোলনের সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের ও বাংলাদেশ জাসদের আব্দুস সালাম।
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, এনসিপির নুরুল হুদা চৌধুরী, জামায়াতের মুয়াযযম হোসাইন হেলাল, বাসদের মনীষা চক্রবর্তী এবং খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস, বিএনপির আবুল হোসেন খান, জামায়াতের মো. মাহমুদুন্নবী, খেলাফত মজলিসের মোশারেফ হোসেন খান ও মো. মিজান, স্বতন্ত্র প্রার্থী টিএম জহিরুল হক তুহিন, জাতীয় পার্টির (এনডিপি) নাসরিন জাহান রত্না এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।
