Logo
Logo
×

সারাদেশ

প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের গাড়িতে ডাকাতি, আহত ১৭

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের গাড়িতে ডাকাতি, আহত ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় বৃহস্পতিবার ভোরে কাতার প্রবাসীর গাড়িতে হামলা চালিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল প্রবাসীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের পর পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নেয়।

এ ঘটনায় কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বুধবার মধ্যরাতে মহাসড়কের একই ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায় ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মী বহনকারী পৃথক দুটি মাইক্রোবাসে মুখোশধারী ডাকাতদল হামলা চালায়। এ সময় ডাকাতদল দুটি মাইক্রোবাসেই ব্যাপক ভাঙচুর চালিয়ে এক আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার পর সর্বস্ব লুট করে নিয়ে যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা কাতার প্রবাসী রিফাতুজ্জামানের অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষ করে গত বুধবার মধ্যরাতে মাইক্রোবাসযোগে ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের সোনারগাঁর নয়াগাঁও অতিক্রমকালে তাদের গাড়িটি যানজটে পড়ে। এ সময় ১০-১২ জনের ডাকাতদল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই প্রবাসীর গাড়িতে হামলা চালায়।

ডাকাতরা গাড়ির সামনের ও সাইডের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের ৭ জন সদস্যকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় বাধা দিতে এগিয়ে আসলে প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামকে ডাকাতদল কুপিয়ে আহত করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসীর সঙ্গে থাকা তিনটি স্মার্ট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২শ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানের টিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তার পাসপোর্ট ও বিমানের টিকিটসহ সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ায় তিনি এখন আর কাতার যেতে পারছেন না।

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও অন্য কোথায় ডাকাতির ঘটনা ঘটেছে তা শুনতে পাইনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম