লালপুরে ঘুরতে নিয়ে নারীকে গলা কেটে খুন
সাবেক স্বামী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লালপুরে ঘুরতে নিয়ে তাম্মি আক্তার নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বেড়ানোর কথা বলে উপজেলা শোভদিদারপাড়া (ইউএনও পার্কসংলগ্ন) রেললাইনে এ ঘটনা ঘটায় নিহতের সাবেক স্বামী রবিন।
নিহত তাম্মি উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
লালপুর থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
