শিবালয়ে নকল কসমেটিক কারখানায় অভিযান
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে দীর্ঘদিন ধরে নকল হেয়ার অয়েল, ক্রিম, সাবান ও শ্যাম্পু উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতের অভিযোগে মানিকগঞ্জের শিবালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জের গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ২০ মিনিট পর্যন্ত শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের লক্ষীপুরা এলাকার নয়াকান্দি বাজারে রাজ ইউনিক কসমেটিকস নামে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কসমেটিকস পণ্য উৎপাদন করছে। ব্যবহৃত কাঁচামাল ও রাসায়নিকের কোনো মান নিয়ন্ত্রণ না থাকায় এসব পণ্য ত্বক ক্যান্সার, চর্মরোগ, চুল পড়া, অ্যালার্জি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
আরও ভয়াবহ বিষয় হলো— এসব নকল পণ্য জনপ্রিয় ব্র্যান্ডের মোড়কে বাজারে ছাড়ার মাধ্যমে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে বৈধ শিল্প ও ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল নাইম।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রশিদ (৩৮) সাক্ষীদের উপস্থিতিতে অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। অভিযানে সার্বিক সহযোগিতা করে শিবালয় থানা পুলিশ।
প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নকল ও ক্ষতিকর পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
