বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, বালু ভর্তি একটি বাল্কহেড আংশিক ডুবে ও আংশিক ভাসমান অবস্থায় মুন্সিগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।
