Logo
Logo
×

সারাদেশ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, বালু ভর্তি একটি বাল্কহেড আংশিক ডুবে ও আংশিক ভাসমান অবস্থায় মুন্সিগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম