গাজীপুরে ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
যুগান্তর প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাগানবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামে ৩টি ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাগানবাড়ি এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামে ৩টি ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিং-এর কাজ চলছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত চারটার দিকে কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ি এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট কাজ শুরু করে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে তিনটি গোডাউন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ভোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৫টি ইউনিট পাঠানো হয়। যদিও দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, সম্পূর্ণ নির্বাপনে আরও প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে। এখনও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণ কাজ করছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

