Logo
Logo
×

সারাদেশ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

দুমকিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা ও সিমেন্টবোঝাই ট্রলির মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় লেবুখালী-বাউফল সড়কের রাজাখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা রাজাখালী ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু রবিউল (৬) নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ইব্রাহিম খান (৭০) নামে এক বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়। অপর গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদেরকে (৪০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা অটোচালক আ. কাদেরের অবস্থাও আশঙ্কাজনক। অপর আহত সুমনের একটি হাত ভেঙে গেছে। হতাহতদের বাড়ি বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম