Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে ভবঘুরে ছিন্নমূল প্রতিবন্ধীদের মাঝে স্বজনের শীতবস্ত্র বিতরণ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

গৌরীপুরে ভবঘুরে ছিন্নমূল প্রতিবন্ধীদের মাঝে স্বজনের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রেলওয়ে জংশনে ভবঘুরে, ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  উদ্বোধনী দিনে রাস্তায়, রেলওয়ে জংশনে ঘুরে ১১৮ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঐকতান ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল আমিন তুহিন বলেন, আজকে সর্বোচ্চ শীত অনুভব হচ্ছে। দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষ যেন শীতে কষ্ট না করে সেজন্য স্বজন সমাবেশের ন্যায় সব মানবিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। একটি পাঠক সংগঠন স্বজন সমাবেশ মানবিক কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করেছে গৌরীপুরে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।

বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ক্লাব ৯৭ গৌরীপুরের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ সাদেক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সাংবাদিক শামীম আনোয়ার, স্বজন তাসাদদুল করিম, আফিদ্রি হাসান নিরব প্রমুখ।

উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ বলেন, প্রতিবছরের মতো আমরা সামর্থ্যবান প্রত্যেক স্বজন কমপক্ষে দুটি করে কম্বল শীতার্ত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করব। তাহলে বিগত বছরের ন্যায় দেড় হাজার স্বজন ৩ হাজার কম্বল বিতরণ করা সম্ভব হবে এবারও।

তিনি আরও বলেন, যারা বিতরণ করতে না পারবেন, তাদের কম্বল স্বজন সমাবেশ কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম