শিক্ষক মুক্তিযোদ্ধা পুরোহিতকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম তুললেন শিশির মনির
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সনজীব সরকারের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে ছিলেন- প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস, দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কদ্দুস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, নারী প্রতিনিধি রাবেয়া মনির ও সুষমা পাল এবং শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।
এ সময় আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আমি বিশ্বাস করি—শিক্ষক, মুক্তিযোদ্ধা, কৃষক, সংখ্যালঘু, নারী ও প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দিরাই-শাল্লার মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এ পথচলা।
এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা শিশির মনিরের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বের এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
তারা আশা প্রকাশ করেন, শিশির মনির দিরাই-শাল্লার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবেন।
