Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সব আসনেই মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির বঞ্চিতরা

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সব আসনেই মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির বঞ্চিতরা

ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সব আসনেই দল এবং জোটের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতারা মনোনয়ন ফরম তুলেছেন। তাদের মধ্যে কেউ কেউ নিশ্চিত নির্বাচন করার হাঁকডাক দিয়েই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ৫৪টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ফরম সংগ্রহ করা হয় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। নির্বাচনের তফশিল অনুসারে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম নেওয়া যাবে।

জেলার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন জোটকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) থেকে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হতে বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। বিএনপির সমর্থন নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

গত ২৩ ডিসেম্বর জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে আসনটি ছেড়ে দেওয়ার পর রুমিন ফারহানা নির্বাচনে প্রার্থী হবেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন। এ আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রার্থীদের মধ্যে আরও মনোনয়ন ফরম নিয়েছেন জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে।

এছাড়া অন্য দলের এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মো. মোবারক হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেছার আহমদ, খেলাফত মজলিশের আবুল ফাতাহ মো. মাসুক, জমিয়ত ওলামায়ে ইসলামী বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, এনসিপির আশরাফ উদ্দিন, স্বতন্ত্র মো. আবদুর রহিম, তৈমুর রেজা মো. শাহজাদা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির একেএম কামরুজ্জামান মামুন স্বতন্ত্র লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নান, খেলাফত মজলিশের এসএম শহিদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের সাইফুল্লাহ আল খালিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমদ, স্বতন্ত্র ইকবাল চৌধুরী, মো. হাবিবুর রহমান, মো. মনিরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, মো. ওমরাও খান, দেওয়ান সাইফুল আলম ও মো. ইসলাম উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, স্বতন্ত্র নাজমুল হুদা খন্দকার, মো. তৌফিকুল ইসলাম, মো. কাজী জাহাঙ্গীর ও নূরে আলম সিদ্দিকী, গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিশের হাফেজ মো. এমদাদ উল্লাহ ও এনসিপির আতাউল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, স্বতন্ত্র আবুল কাশেম, বিএনপির মনোনীত মুশফিকুর রহমান, বিএনপির মনোনয়ন প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য এবং গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মো. জহির উদ্দিন খান মনোনয়ন ফরম নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী কাজী নাজমুল হোসেন, মো. সায়েদুল হক ও নাজমুল করিম স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়াও মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির মনোনীত আবদুল মান্নান, স্বতন্ত্র মো. শাহীন খান ও গণঅধিকার পরিষদের নজরুল ইসলাম নজু।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ছাড় দিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। বুধবার পর্যন্ত এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন নিয়েছেন শাহ মুর্তজা আলী, একেএম মাহবুবুল হক, মো. আবু কায়েস সিকদার, মো. জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম ও আবু নাসের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান জাবেদ, ন্যাশনাল পিপলস পার্টির মো. সফিকুল ইসলাম।

এদিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির শাহিন খান।

জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার জানান, বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৫৪টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম