|
ফলো করুন |
|
|---|---|
গত দুই দিন ধরে যশোরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। এ দিন সকালে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্র জানায়, আগামী ৫-৬ জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত কয়েক দিন ধরেই যশোরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এদিকে শীতে কাবু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষজন খুব বেশি দেখা যাচ্ছে না।
যশোরে শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগবালাই একটু বেশি হয় বলে জানান যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন।
তিনি বলেন, প্রচণ্ড ঠাণ্ডায় শিশু-বৃদ্ধ সবার রোটা ভাইরাসজনিত রোগ, ডায়রিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট একটু বেশি হয়। এ সময়ে সবারই একটু বেশি কেয়ার নিতে হবে। বিশেষ করে গরম কাপড় ব্যবহার করতে হবে। আর পানি যদি পারা যায় একটু গরম করে খাওয়া দরকার। শীতে ফলমূল, শাকসবজি বেশি করে খাওয়া উচিত।
তিনি বলেন, খাবার একটু গরম করে খাওয়া এবং খুব প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনোই ভালো। এছাড়া ত্বকের যত্নে অলিভ অয়েল ও ভ্যাসলিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
