|
ফলো করুন |
|
|---|---|
চলতি সপ্তাহে টানা তিন দিনের সরকারি ছুটিতে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। জেলা সদর ও কাপ্তাইসহ পর্যটকদের পাড়ি জমেছে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র পর্যন্ত।
এ সপ্তাহে বৃহস্পতিবার বড়দিনসহ শুক্র-শনি টানা তিন দিনের সরকারি ছুটি রয়েছে। এতে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম হচ্ছে।
কেবল ঝুলন্ত সেতুতে প্রতিদিন ৪-৫ হাজার পর্যটকের পদচারণা হচ্ছে বলে জানান রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
শুক্রবার সরেজমিন দেখা যায়, রাঙামাটির ঝুলন্ত সেতুসহ আশপাশের বিনোদন স্পট ও কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড়। পর্যটন মোটেলসহ শহরের আবাসিক হোটেল মোটেলে ৮০ শতাংশ কক্ষ বুকিং। রাঙামাটি পর্যটন মোটেলের মনোরম ঝুলন্ত সেতু এবং পলওয়েল পার্ক বিনোদন কেন্দ্রে অগণিত প্রকৃতিপ্রেমী পর্যটকদের পদচারণা। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির আশপাশের পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো।
মনোরম ঝুলন্ত সেতুতে জমছে অগণিত পর্যটকের ভিড়। শহরের ফিশারি বাঁধের লেকভিউ গার্ডেনেও জমছে প্রচুর পর্যটকের পদচারণা। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ, সুবলং ঝরনা স্পট, চাংপাং, বরগাঙ, বার্গীলেকসহ পর্যটকরা ঘুরছেন বিভিন্ন স্পটে। এতে ব্যস্ত সময় কাটছে নৌকাচালক ও হোটেল-রিসোর্ট সংশ্লিষ্টদের।
এবার মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য জমছে পাহাড়ি এলাকার পর্যটন শিল্পে। পর্যটকদের পদচারণায় রাঙামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র মুখর হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাঙামাটি পর্যটন করপোরেশন ও হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বড়দিনের ছুটির দিন থেকে ঝুলন্ত সেতুতে প্রতিদিন গড়ে ৪-৫ হাজার পর্যটক ভ্রমণ করছেন। মোটেলে ৮০ শতাংশ কক্ষ বুকিং আছে। এবার টানা তিন দিনের সরকারি ছুটি ঘিরে রাঙামাটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটছে।
একই তথ্য পাওয়া গেছে সাজেক পর্যটন কেন্দ্রেরও। টানা ছুটি ঘিরে সেখানেও অগণিত পর্যটকের ভিড় জমেছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, বর্তমানে সাজেক পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ শতভাগ বুকিং আছে।
এছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউসসহ সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতেও প্রচুর পর্যটকের উপস্থিতির খবর পাওয়া যায়।
নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউসের পরিচালক মো. আফসার উদ্দিন বলেন, টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে।
