Logo
Logo
×

সারাদেশ

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

ছবি: যুগান্তর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের যাত্রী মা-মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) ও তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার মিরপুর শাহাআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকতেন। 

ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। গোড়াই এলাকার রাস্তার পাশে থামালে পেছন থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে সাদিয়া ও তার শিশুকন্যার মৃত্যু হয়। 

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম