Logo
Logo
×

সারাদেশ

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কৃষিজমিতে কাজ করতে যাওয়ার পথে বন্যহাতির আক্রমণে মো. কামাল উদ্দিন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পাহাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. কামাল উদ্দিন উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মৃত আসহাব মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে কৃষিকাজে যাওয়ার সময় লোকালয়ে ঢুকে পড়া একটি বন্যহাতির মুখোমুখি হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, কৃষিকাজে যাওয়ার পথে বন্যহাতির আক্রমণে মো. কামাল নামের একজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম