‘শান্তির দূত হিসেবে ফিরে এসেছেন তারেক রহমান’
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশে এবং রাজনৈতিক অঙ্গনে শান্তি ফিরে আসবে। তিনি শান্তির দূত হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছেন। নেতার ফিরে আসায় আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকেই বিএনপি যেমন উজ্জীবিত তেমন সাধারণ মানুষ উৎফুল্ল। একেই বলে নেতা।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর কৃষক দলের সভাপতি কাজী শাহিনুর, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, কুমিল্লা মহানগর জাসাস সভাপতি মনজুরুল আলম মঞ্জু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক রেজাউল, সদস্য সচিব নবী উল্লা নবী, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েব মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল, আদর্শ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন।
এছাড়া কুমিল্লা মহানগরী ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
