Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের চালান জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

সীমান্তে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের চালান জব্দ

ভারত থেকে নিয়ে আসা উচ্চ-ক্ষমতাসম্পন্ন ২৪টি ইলেক্ট্রনিকস বিস্ফোরক জব্দ করেছে সিলেট সেক্টরের ২৮ বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও সীমান্ত এলাকা থেকে ওই বিস্ফোরকের চালানটি জব্দ করা হয়।

তবে এই বিস্ফোরকের চালান ভারত থেকে নিয়ে আসার পেছনে জড়িত কোনো চক্রের সদস্য বা অস্ত্রকারবারিদের বিজিবি আটক করতে সক্ষম হয়নি।

২৮ বিজিবির অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা চারাগাঁও মাইজহাটি সীমান্ত এলাকা থেকে ভারতে তৈরি ২৪টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম