Logo
Logo
×

সারাদেশ

বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ফাইল ছবি

চলতি শীত মৌসুমে গত তিন দিন ধরে বরিশালে ধারাবাহিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি এবং বুধবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। এ সময় পুরো জেলা ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। ফলে চরম বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সব বয়সের মানুষ।

শীতের প্রভাবে গত কয়েক দিন ধরে অত্যাধিক রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। ফলে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের এ সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

নগরীর বাংলাবাজার এলাকার অটোরিকশাচালক রানা জানান, গত তিন দিন ধরে বরিশালে এমন ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় জনসমাগম কমে গেছে। তাছাড়া সড়কে অবস্থান করে গাড়ি চালানো মারাত্মক কষ্টকর হয়ে পড়েছে। এতে আয় কমে গেছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম