পদ্মায় তিন ফেরি আটকা, পাটুরিয়া–দৌলতদিয়া নৌ-চলাচল বন্ধ
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অব্যাহত ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অন্যতম ব্যস্ত পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৭টা থেকে ফেরি সার্ভিস স্থগিত রাখায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
এদিকে যানবাহনবোঝাই করে পদ্মা নদীর মাঝখানে নোঙর করে আছে রো-রো ফেরি শাহ মখদুম, ফেরি এনায়েতপুরী ও রো-রো ফেরি ভাষাশহীদ বরকত।
বাংলাদেশ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্তে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফেরি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে নিকটবর্তী কোনো বস্তুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তের পৃথক ছয়টি ফেরি কুয়াশার কারণে ঘাট এলাকা নোঙর করে আছে। সূত্রমতে, পাটুরিয়া প্রান্তের ৩ নাম্বার ঘাটে ইউটিলিটি ফেরি হাসনাহেনা, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও রো-রো শাহ পরান, এছাড়া ৪ নাম্বার ঘাটে রো-রো ফেরি কেরামত আলী, ভাষাশহীদ বরকত ও ৫ নাম্বার ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা নোঙর করে আছে।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে কোনো ফেরি নোঙর করে নেই বলে ফেরি সূত্র নিশ্চিত করেছে।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে পাটুরিয়াগামী ফেরি ঘাট হয়ে ওই সব জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।
