বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার দাবি বর-কনের
পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় বিয়ের মঞ্চে প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন বর ও কনেসহ উপস্থিত স্বজনরা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিয়ের মঞ্চে বর-কনে ও স্বজনদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা যায়- ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি’, ‘জান দেব, জুলাই দেব না’, ‘আমি আমাদের শত্রুর সঙ্গেও ইনসাফ চাই’, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি।
মুহূর্তেই ভাইরাল হয় এমন একটি ভিডিও। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই।
