Logo
Logo
×

সারাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ছবি: যুগান্তর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমা শেষে নগরীর আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকায় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি আধিপত্যবাদবিরোধী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন। যে সরকার ৩ সপ্তাহ হয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের গ্রেফতার করতে পারে নাই, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। 

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এ সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। 

এ সময় ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- এ ধরনের স্লোগান দিতে শোনা যায়। সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক তৌফিক ইমরোজ, এসএম শহিদ ও আল মামুন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম