Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধে শিক্ষক পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

জমি নিয়ে বিরোধে শিক্ষক পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে এক শিক্ষক পরিবারের চার সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে স্বজনরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষক মো. সবুজ শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষক মো. সবুজ শেখ জানায়, সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল গ্রামের শিক্ষক সবুজ শেখের সঙ্গে ১২ শতাংশ জমি নিয়ে মো. করিম উদ্দিন, হাফিজ উদ্দিন, মো. জামাল উদ্দিন মিয়া ও মো. গিয়াস উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার বিচার–সালিশও হয়েছে।

শুক্রবার দুপুরে বাদীর বড় বোন সাথী আক্তার ও ছোট বোন তানিয়া আক্তার তাদের জায়গায় নির্মিত একটি রান্নাঘরে রান্না করতে বসলে বিবাদীপক্ষ সেখানে গিয়ে জোরপূর্বক রান্নাঘর ভাঙচুর শুরু করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। রান্নাঘর ভাঙচুরে বাধা দিলে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বেলা তিনটার দিকে রহিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন ও হাফিজ উদ্দিনের নেতৃত্বে মো. করিম উদ্দিন ও মো. গিয়াস উদ্দিনসহ ছয় থেকে দশজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে শিক্ষক সবুজ শেখের পরিবারের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে।

এ সময় সাথী আক্তার দৌড়ে ঘরের ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনে। এতে বাধা দিতে গেলে শিক্ষক সবুজ শেখ, তার ছোট বোন তানিয়া আক্তার ও ভাগ্নে তামিম ইসলামকে মারধর করা হয়। মারধরের ফলে ভাগ্নে তামিম ইসলামের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায়।    

একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন ও হাফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মারধরের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানা ওসি মো. হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম