চকরিয়ায় ইউনিলিভারের ‘টপ রিটেইলার মিট’
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিলিভার বাংলাদেশ আজ চকরিয়ায় ‘অভিযাত্রা’ শিরোনামে কক্সবাজারের চকরিয়ায় টপ রিটেইলার মিট-২০২৫ আয়োজন করেছে।
চকরিয়া, পেকুয়া , লামা-আলীকদম এবং মহেশখালী এলাকার ৩০ জন শীর্ষস্থানীয় রিটেইলার অংশগ্রহণ করেন।
উক্ত অঞ্চলের ইউনিভার বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ইয়াসির আদনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক আনোয়ারুল আজিম চৌধুরী।
অনুষ্ঠানে টেরিটরি ম্যানেজার ফারসিদ রাহিম ইউনিলিভারের বিভিন্ন নতুন পণ্যের উপর আলোচনা করেন। রিটেইলারগণও তাদের মতামত উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে, শীর্ষস্থানীয় রিটেইলারদের পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
আগামীতে গ্রাহকদের কাছে ইউনিলিভার বাংলাদেশের পণ্যকে আরো জনপ্রিয় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে টপ রিটেইলার মিট-২০২৫ ‘অভিযাত্রা’ সমাপ্ত ঘোষণা করা হয়।
