Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা নিয়ে আমারও একটা পরিকল্পনা আছে: মনিরুল

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

কুমিল্লা নিয়ে আমারও একটা পরিকল্পনা আছে: মনিরুল

বক্তব্য রাখছেন মনিরুল হক চৌধুরী। ছবি: যুগান্তর

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নিয়ে তার একটি পরিকল্পনার কথা বলেছেন। ঠিক তেমনি কুমিল্লা নিয়ে আমারও একটা পরিকল্পনা রয়েছে। আধুনিক কুমিল্লা বিনির্মাণে এবং কুমিল্লাকে নতুনভাবে সাজাতে আমি সে পরিকল্পনা গ্রহণ করেছি।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ শীর্ষক মুক্ত সংলাপে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, একটি শহর, নগরকে সাজাতে শুধু এককেন্দ্রিক চিন্তা কিংবা উন্নয়ন করলে হবে না, সামগ্রিক উন্নয়নের চিন্তা, বিকাশ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি অঞ্চলকে সাজাতে হবে।

কুমিল্লা নগরী, আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকার উন্নয়ন ও জনগণের জীবন মানকে উন্নীতকরণের লক্ষে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা টু, আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা’স পিপলস।

তিনি বলেন, কুমিল্লা প্রাচীন শহর। ব্রিটিশ আমল থেকেই কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। কুমিল্লা বিভাগ এ অঞ্চলের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ দাবিটি উপেক্ষিত। বিএনপি সরকার গঠন করলে, আমি সংসদে যাওয়ার সুযোগ পেলে কুমিল্লা বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে আদায় করবো, ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম সরাসরি রেললাইন চালুর বিষয়ে এডিবি ইতোমধ্যে অনুমোদন দিয়েছে, শিগগিরই কাজ শুরু হবে, ইনশাআল্লাহ।  

মনিরুল হক চৌধুরী বলেন, ব্রিটিশ আমল থেকে কুমিল্লা বিমানবন্দর ছিল। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এ বিমানবন্দরটির অচলাবস্থা। দ্রুত বিমানবন্দর চালু করতে আমি কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের বিদেশগামী মানুষের ভোগান্তি কমবে, ইপিজেডে বিদেশি ক্রেতারা সহজে আসা যাওয়া করতে পারবে। 

শহর বিকেন্দ্রীকরণের বিষয়ে তিনি বলেন, এই শহরে জায়গা না থাকার পরেও সব সরকারি দপ্তর এখানেই করতে চাচ্ছে। এই আদর্শ সদরকে গোমতীর উত্তরে নিয়ে যাওয়ার কথা আমি অনেক আগেই বলেছিলাম, তারা নিয়েছে, তবে দেরি করে। 

কুমিল্লা সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তর করার প্রত্যয় নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা হবে মেট্রোপলিটন সিটি। ১৭৮ বছরের পুরোনো কুমিল্লার, কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা মিলিতভাবে যে অবস্থান আছে তা বর্ধিত করতে চাই। 

টুরিজমের বিষয়ে তিনি বলেন, লালমাই পাহাড়কে কেন্দ্র করে ইকো টুরিজম হাব করার পরিকল্পনা নিয়েছি। যেখানে ওই অঞ্চল পর্যটন অঞ্চলে রূপান্তর হবে। ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকাকে ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ হিসেবে গড়ে তুলবো। 

মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম ফারুক, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, নাজনীন কাজল, কাজী মাহবুবুর রহমান, মো. শাহ আলমসহ শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী প্রতিনিধিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম