Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ-১০: মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ বিএনপির সমর্থকদের

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ময়মনসিংহ-১০: মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ বিএনপির সমর্থকদের

ছবি: যুগান্তর

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও রেললাইনে আগুন দিয়েছে স্থানীয় বিএনপির সমর্থকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে গফরগাঁও পৌরশহরে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ আগুন দেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

একইদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীয় ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা রেললাইন অবরোধ করে। এ সময় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বন্ধ করে দেয়।

গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েক স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আছে। 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকা অভিমুখী কম্পিউটার এক্সপ্রেস ট্রেন আউলিয়া নগর, আন্তঃনগর তিস্তা ফাতেমা নগর এবং ময়মনসিংহ জংশনে মহুয়া এক্সপ্রেস এবং জামালপুর অভিমুখী কমিউটার ট্রেন মশাখালী এবং কাওরাইদ রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম