সড়ক দুর্ঘটনায় কৃষক দল নেতার মৃত্যু
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
মারুফ চৌধুরী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুফ চৌধুরী মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
