নারায়ণগঞ্জ-৪
আ.লীগ নেত্রী ও বিএনপির বাবা-ছেলেসহ মনোনয়নপত্র নিলেন ২৬ প্রার্থী
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে আওয়ামী লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন এবং তার ছেলে গোলাম মোহাম্মদ কায়সারসহ ২৬ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করেছে জেলা নির্বাচন অফিস।
ওই ৩ জনসহ মনোনয়নপত্র গ্রহণকারীরা হলেন- স্বতন্ত্র থেকে মমিনুল হক, জহিরুল ইসলাম, বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিএনপি নেতা শাহ আলম, খেলাফত মসলিসের ইলিয়াস আহমেদ, বাসদ এর সেলিম মাহমুদ, স্বতন্ত্র সেলিম রেজা (শাওন), আবু হানিফ হৃদয়, খেলাফত মজলিস থেকে আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সুরাইয়া তাবাসসুম, ইসলামি আন্দোলনের ইসমাইল হোসেন কাউসার, বিএনপির সুরুজ্জামান, স্বতন্ত্র কবির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনসিপির আব্দুল্লাহ আল আমিন, কমিউনিটি পার্টির ইকবাল হোসেন, জমিয়তে উলামায়ের মনির হোসেন কাসেমী, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জাসদের সোলাইমান দেওয়ান, গণঅধিকার পরিষদের আরিফ ভুইয়া, স্বতন্ত্র ডা. আলী আশরাফ খান, জামায়াত ইসলামের আব্দুল জব্বার, স্বতন্ত্র মাহফুজুর রহমান নাঈম।
জানা যায়, বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন ও তার ছেলে গোলাম মোহাম্মদ কায়সার স্বতন্ত্র থেকে মনোনয়ন ক্রয় করেছেন। আওয়ামী লীগ নেত্রী ফাতেমা মনির স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
