‘লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ’
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কা করেন।
তিনি বলেন, এসব অস্ত্রের অনিরাপদ অবস্থান ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে পারে, যা ভোটকেন্দ্রে উপস্থিতি কমিয়ে দিতে পারে এবং পুরো নির্বাচনি প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
সাংবাদিকদের প্রশংসা করে নাজমুল মোস্তফা আমিন বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই জনগণের ভোটাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা ও প্রশাসনের কার্যকর অভিযানের মাধ্যমে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং এর মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে।
তিনি বলেন, বিএনপির সরকার হবে দলীয় নয়, ১৮ কোটি মানুষের সরকার। নির্বাচিত হলে বিএনপির ইশতেহার অনুযায়ী লোহাগাড়া ও সাতকানিয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও নির্বাচনকালীন পরিবেশ নিয়ে প্রশ্ন তুললে প্রার্থী তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন এবং একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। এতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দীন খোকন চৌধুরী, সালাহ উদ্দীন চৌধুরী সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
