Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

বিএনপি নেতার প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সৌদি আরব থেকে দেশে ফিরে হেলিকপ্টারে গ্রামে গেলেন শাহাবুদ্দিন মিয়া নামে এক প্রবাসী ব্যবসায়ী।   

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছান উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন। 

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিনের বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল ছিলেন। হেলিকপ্টার থেকে অবতরণের পর অপেক্ষমান নবীন-প্রবীণসহ সব শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে শাহাবুদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদারসহ সব শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম