পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা কোপের শিকার, দুইজন গ্রেফতার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ এএম
যুবদল নেতা রাকিব হোসেন বিশাল
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হোসেন বিশাল নামে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত রাকিব আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জহুরি মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) চিকিৎসকরা জানিয়েছেন, রাকিবের শরীরে গভীর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাগরিবের নামাজের পর রাকিব নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।”
পুলিশের সূত্রে জানা যায়, আটক দুইজন হলেন নাইম (২৩) ও মো. রাজিব (২১)। ধাওয়া করে তাদের আটক করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব হোসেন বিশালকে সন্ধ্যার সময় পূর্ব শত্রুতার জেরে ঢাকা উদ্যানের মহিউদ্দিন ও রাজু গ্রুপের লোকজন এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
