Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারী মাদ্রাসায় মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

হাটহাজারী মাদ্রাসায় মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি (১৪৪৬-৪৭ হিজরি) শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রাথমিক থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত এবং তাখাসসুসাতের মেধা তালিকার শীর্ষস্তর অর্জনকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার শিক্ষা ভবনের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হয়রত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (হাফি.)।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কওমি মাদ্রাসা দ্বীন রক্ষার কারখানা। আমাদের দেশে দ্বীন ইসলামের যতটুকু হেফাজত আছে সবটুকু এই কওমি মাদ্রাসার অবদান। স্কুল, কলেজ, ভার্সিটি মাধ্যমে দ্বীন ইসলামের হেফাজত হয় না। সেগুলো দুনিয়াবি শিক্ষা, আয়-রোজগার ও ভোগ-বিলাসিতার উপায়-উপকরণের প্রশিক্ষণ কেন্দ্র। নববী যুগ থেকে শুরু করে দেড় হাজার বছর ইসলামকে হেফাজত করে আসছে এই কওমি মাদ্রাসা শিক্ষা পদ্ধতি। যে কারণে, যারা ইসলামকে নির্মূল করতে চায়, ইনসাফ ও ন্যায়-নীতিকে ধ্বংস করে জোর-জুলুম ও শোষণের রাজত্ব কায়েম করতে চায়, তারা কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চায়। কারণ, মাদ্রাসাসমূহ ন্যায়-নীতি, ইনসাফ, সুবিচার ও সৎ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে, জনমত গড়ে তুলে ও প্রশিক্ষণ দেয়।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (হাফি.) ছাত্রদের ইমান-আমল ও তাকওয়াপূর্ণ জীবন গঠন এবং কর্মজীবনে ইলমে নববীর খেদমতের পাশাপাশি দাওয়াত-তাবলিগ, দেশ, উম্মাহ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার সব মুহাদ্দিস, মুফতি, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম